আগামীকাল ২৫ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, রোজ শনিবার, ভোলা জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে “MARKS ALLROUNDER” প্রোগ্রাম। এই অনন্য আয়োজনে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিচ্ছে জাগরণ ফাউন্ডেশনের সদস্যরা, যা তাদের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রমের আরেকটি গৌরবোজ্জ্বল সংযোজন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ভোলা সরকারি মহিলা কলেজে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো — শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাধারা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা।
আয়োজক হিসেবে থাকছে MARKS ALLROUNDER টিম, এবং অংশগ্রহণ করবে ভোলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
জাগরণ ফাউন্ডেশন জানিয়েছে, এই প্রোগ্রামের অংশ হতে পারা তাদের জন্য একটি গর্বের বিষয়। তারা ভবিষ্যতেও ভোলার শিক্ষার্থীদের উন্নয়নমূলক কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।
📍 স্থান: ভোলা সরকারি মহিলা কলেজ
👥 আয়োজক: MARKS ALLROUNDER টিম
🎯 অংশগ্রহণকারী প্রতিষ্ঠান: ভোলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান
🤝 সহযোগী: জাগরণ ফাউন্ডেশন