সাধারণ মানুষের পাশে জাগরণ ফাউন্ডেশন — সরকারি সেবায় দিকনির্দেশনা ও সহায়তা অব্যাহত

সাধারণ মানুষের পাশে জাগরণ ফাউন্ডেশন — সরকারি সেবায় দিকনির্দেশনা ও সহায়তা অব্যাহত

435

প্রতিষ্ঠালগ্ন থেকেই জাগরণ ফাউন্ডেশন সাধারণ ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। মানবতার সেবাকে অগ্রাধিকার দিয়ে সংগঠনটি প্রতিদিন মাঠপর্যায়ে কাজ করছে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে।

এরই ধারাবাহিকতায়, জাগরণ ফাউন্ডেশন বর্তমানে দরিদ্র ও অসহায় রোগীদের সরকারি সহায়তা ও স্বাস্থ্যসেবা গ্রহণে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করছে।
সংগঠনের সদস্যরা নিয়মিতভাবে হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন, যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা সরকারি সুযোগ-সুবিধা সহজে ও সঠিকভাবে লাভ করতে পারেন

জাগরণ ফাউন্ডেশন বিশ্বাস করে — সমাজে টেকসই পরিবর্তন আনতে হলে সবচেয়ে প্রয়োজন মানবিক সহযোগিতা ও সচেতনতার প্রসার। এই লক্ষ্যেই সংগঠনটি আগামী দিনগুলোতেও মানবতার কল্যাণে এবং সামাজিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাবে বলে জানিয়েছে।

📍 সংগঠন: জাগরণ ফাউন্ডেশন
🎯 উদ্দেশ্য: দরিদ্র ও অসহায় মানুষের সেবা ও সরকারি সহায়তা প্রাপ্তিতে সহায়তা প্রদান
🌍 মূল লক্ষ্য: মানবতার কল্যাণে টেকসই সামাজিক পরিবর্তন